যেখানে মাশরাফিদের পেছনে অস্ট্রেলিয়া


প্রকাশিত:
৩০ জুলাই ২০১৮ ০২:১১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:০৮

যেখানে মাশরাফিদের পেছনে অস্ট্রেলিয়া

বিদেশের মাটিতে বাংলাদেশ সিরিজ জিতেছিল নয় বছর আগে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁদের হারিয়েছিল সাকিব আল হাসানের দল। যদিও সেটি ছিল ক্যারিবীয়দের ‘বি’ গ্রেডের দল। এর সে বছরই জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ।



তারপর দীর্ঘ নয় বছর পর আবার বিদেশের মাটিতে বাংলাদেশ জিতল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাঁদের ২-১ ব্যবধানে হারিয়েছে মাশরাফির দল। তবে ২০১৫ বিশ্বকাপ থেকেই ওয়ানডেতে বাংলাদেশ বেশ ধারাবাহিক দল। এই সময়ে জয়ের হারে তাঁরা টপকে গেছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকেই! ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। গ্রুপ পর্বে ছয় ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টিতে বলই মাঠে গড়ায়নি।



বাকি পাঁচ ম্যাচের মধ্যে তিনটি জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। কিন্তু সেখানে ভারতের কাছে হেরে যায় মাশরাফির দল। এরপর থেকেই ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো করে চলেছে বাংলাদেশ দল।



সেই বিশ্বকাপ থেকে এই তিন বছরে ৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছ অস্ট্রেলিয়া। এর মধ্যে তাঁরা জিতেছে ৩৪ ম্যাচ। জয়ের হার ৪৮ শতাংশের কাছাকাছি। বাংলাদেশ ঠিক এখানেই টপকে গেছে অস্ট্রেলিয়াকে। ২০১৫ বিশ্বকাপ থেকে এ পর্যন্ত ৫০ ম্যাচ খেলে ২৬টিতে জিতেছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের হার ৫২ শতাংশ। বাংলাদেশ তো অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top