ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত:
১৭ আগস্ট ২০১৮ ১৩:৫৫

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:১২

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা



একের পর এক ম্যাচ জিতে চমক দেখাচ্ছে বাংলার মেয়েরা। গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও গোল বন্যা। ভুটানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বলা যায়।

স্বাগতিক ভুটানের জালে ৫ গোল দিয়েছে মারিয়া-তহুরারা। এই ম্যাচটা সেমি-ফাইনাল ছিল। কিন্তু তেমন কোনও উত্তেজনাই ছিল না ম্যাচে।

বলা যায় একচেটিয়া খেলেছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৫ দল। উত্তেজনাহীন ম্যাচে যেন শেষ বাঁশি শোনার অপেক্ষায় ছিল ভুটান। ৫ গোল হজম করলেও একটা গোলও দিতে পারেনি তারা।



ম্যাচের শুরু থেকেই ভুটানের গোলবারে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। খেলার প্রথমার্ধে ১৮ মিনিটেই ভুটানের জালে প্রথম গোল দেন আনাই মগিনি। 

এরপর ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারই যমজ বোন আনি চিং মগিনি। 

প্রথমার্ধ শেষ হবার কিছুক্ষণ আগে তহুরা খাতুনের গোলে ৩-০ ব্যবধান এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে মারিয়া মান্ডার গোলে ৪-০ তে এগিয়ে যায় মেয়েরা। এরপর খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে শাহেদা আক্তারের গোলে ব্যবধানটা হয় ৫-০।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪ আর নেপালকে ৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ। খেতে হয়নি কোনও গোল।

আগামী শনিবার ১৮ আগস্ট ফাইনালে ভারতের মুখোমুখি হবে মেয়েরা। গত আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মেয়েরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top