এশিয়ান গেমসে চাষীর ছেলের সোনা জয়


প্রকাশিত:
২১ আগস্ট ২০১৮ ১৬:০১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৩৬

এশিয়ান গেমসে চাষীর ছেলের সোনা জয়

জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো' আপ্তবাক্যের যথার্থতা যেন প্রমাণ করে দিলেন সৌরভ চৌধুরী। ১৬ বছর বয়সেই গলায় এশিয়াডের সোনার পদক। পঞ্চম ভারতীয় শুটার হিসেবে এশিয়ান গেমসে সোনাজয়ী সৌরভ পড়েন একাদশ শ্রেণিতে। মাত্র তিন বছর আগে শুটিংকে বেছে নিয়েছেন। এইটুকু সময়ের মধ্যেই জিতলেন সোনার পদক। অবিশ্বাস্য হলেও সত্যি!



এর আগে এশিয়ান গেমসের শুটিংয়ে সোনা জিতেছেন ভারতের যশপাল রানা, রনধীর সিংহ, জিতু রাই ও রঞ্জন সোধি। কিন্তু এত কম বয়সে সৌরভও সোনা জিতবে, তা অনেকেরই কল্পনাতে আসেনি। যদিও কয়েক মাস আগে জার্মানিতে হওয়া জুনিয়র বিশ্বকাপে সৌরভ ভেঙেছিল বিশ্বরেকর্ড। পালেমবাঙ্গে তার সোনাও এল নতুন গেমস রেকর্ড গড়ে।



মিরাটের কাছে কালিনা গ্রামের চাষীর ছেলে সৌরভ। মিরাট থেকে ৫৩ কিমি দূরে বাঘপতের কাছে বেনোলিতে অমিত শেওরানের একাডেমিতে শুটিংয়ের হাতেখড়ি হয়। বাড়িতে থাকলে চাযের কাজে বাবাকে সাহায্য করাই রুটিন। সোনা জেতার পর সৌরভ বলেছে, 'আমি চাষ করতে ভালবাসি। যদিও ট্রেনিংয়ের ব্যস্ততায় অবসর কম পাই। তবে যখনই সময় পাই, চলে যাই গ্রামে। বাবাকে মাঠের কাজে সাহায্য করি।'



সৌরভের এই সাধারণ মানসিকতাই যে তাকে আরও বহুদূর নিয়ে যাবে, সেটা বলাই বাহুল্য। শুধু লেগে থাকতে হবে নিজের কাজে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top