এশিয়ান গেমস ফুটবল থেকে বাংলাদেশের বিদায়


প্রকাশিত:
২৫ আগস্ট ২০১৮ ১৫:৪৫

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৫৩

এশিয়ান গেমস ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

এশিয়ান গেমস ফুটবলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আজ নকআউট পর্বে খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রি কোয়ার্টারে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে আজ ৩-১ গোলে হেরে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।



শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বেকাসির উইবায়া মুক্তি স্টেডিয়ামে উত্তর কোরিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী কাতারকে হারিয়ে নকআউট পর্বে উঠে এসেছিল বাংলাদেশ। তাই আজকের প্রতিপক্ষ উত্তর কোরিয়া এশিয়াড ফুটবলের বর্তমান রানাআপ হলেও আত্মবিশ্বাসী ছিল জামাল ভূঁইয়ার দল। বিশ্বকাপ খেলা উত্তর কোরিয়ার বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।



উত্তর কোরিয়ার আক্রমণে শুরু থেকেই শঙ্কা ছিল বাংলাদেশ দলের। আজ ম্যাচের শুরুতেই দলটি চেপে ধরে বাংলাদেশকে। দুই উইং ব্যবহার করে আক্রমণে গিয়ে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় তারা। এ সময় বাংলাদেশের বক্সে সুশান্ত ত্রিপুরার হাতে বল লাগলে পেনাল্টি পায় কোরিয়া। সেটি থেকে সফল লক্ষ্য ভেদে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন কিম সং। ম্যাচের ৩২ মিনিটে তপু বর্মনের হেড ক্রসবারের ঠিক কাছ দিয়ে বেরিয়ে যাওয়ায় সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। এরপর ম্যাচের ৩৮ মিনিটে হ্যান ইয়ং থায়ের গোলে ২-০ গোলে এগিয়ে যায় কোরিয়া।



ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল উত্তর কোরিয়া। ম্যাচের ৬৯ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয় গোলটি করে দলটি। এ সময় ক্যাং কুক কোরিয়াকে ৩-০ গোল এগিয়ে দেন।



এক সময় মনে হয়েছিল ৩-০ গোলের হার নিয়ে আসর থেকে বিদায় নিতে যাচ্ছে বাংলাদেশ দল। কিন্তু ইনজুরি সময়ে বাংলাদেশের হয়ে সান্তনাসূচক একটি গোল করেন সাদ উদ্দিন। তার গোলে ৩-১ গোলে হার নিয়ে আসর থেকে বিদায় নেয় জেমি ডের দল।



ফিফা র‌্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়ার অবস্থান ১০৮, আর বাংলাদেশ ১৯৪। সর্বশেষ ১৯৯৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশের। ওই ম্যাচে ৫-১ গোলে হেরেছিল লাল-সবুজ জার্সিধারীরা।



এর আগে এশিয়ান গেমস ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ গোলের ড্র’র পর কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের নক আউট পর্বে ওঠেছিল বাংলাদেশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top