ফিফার তরফ থেকে ট্রাম্পকে লাল কার্ড
প্রকাশিত:
২৯ আগস্ট ২০১৮ ১২:০১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০২:৩৩

ট্রাম্পকে উপহার দেওয়ার পর ফিফা সভাপতি অনেকটা মজা করেই বলেন, ট্রাম্প ভবিষ্যতে মিডিয়ার সামনে কথা বলার সময় কার্ড ব্যবহার করতে পারেন, ‘আরেকটি বিষয়, আপনি জানেন ফুটবলে আমাদের রেফারি থাকে, ঠিক? এবং তাদের কাছে থাকে কার্ড, হলুদ ও লাল কার্ড। হলুদ কার্ড দেখানো হয় সতর্ক করতে এবং যখন আপনি কাউকে বের করে দিতে চাইবেন (লাল কার্ড দেখাতে পারেন)… আমি জানি না, এটা দরকারী হবে কি না।’
উত্তরে ট্রাম্প বলেন, ‘এটা খুবই ভালো। আমি এটা পছন্দ করি’- এই বলেই হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের দিকে লাল কার্ড উঁচিয়ে ধরেন ট্রাম্প।
ফিফা প্রেসিডেন্ট ওয়াশিংটনের হোয়াইট হাইজে এই আলোচনা সভার আয়োজন করা হয়।যুক্তরাষ্ট্র ছাড়াও ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মেক্সিকো ও কানাডা। আলোচনার এক পর্যায়ে ২০২৬ সালের বিশ্বকাপকে ইতিহাসের সেরা ক্রীড়া আসর হবে বলেন উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন,‘আমরা একটি দুর্দান্ত ক্রীড়া আসরের অংশীদার হতে যাচ্ছি এবং এটি ইতিহাসের খুব বিশেষ একটি আসর হতে যাচ্ছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: