নিষিদ্ধ হতে যাচ্ছেন সাব্বির!
প্রকাশিত:
৩১ আগস্ট ২০১৮ ০৯:৪০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৩:০৯

পারফরম্যান্স আর শৃঙ্খলাভঙ্গের দায়ে বাদ পড়েছেন এশিয়া কাপের স্কোয়াড থেকে। শুধু স্কোয়াড থেকেই বাদ নয় বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছেন এই টাইগার হার্টহিটার।
আগামীকাল শনিবার (১ সেপ্টেম্বর) সাব্বিরকে তলব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটি। সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোয় ২৬ বছর বয়সী এ ক্রিকেটারকে ডেকেছে ডিসিপ্লিনারি কমিটি।
একাধিক গণমাধ্যমের খবর- শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ থাকায় আবারও ছয় মাসের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি বিসিবির একাধিক সূত্রের মাধ্যমে এতথ্য পাওয়া গেছে।
ঘরোয়া ক্রিকেটের ম্যাচ চলাকালীন সময়ে এক দর্শকের গায়ে হাত তুলে ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার সাজা পাওয়া সাব্বির সেই সাজা শেষ হতে না হতেই এবার ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন বলে জানা গেছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: