বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৩:০৪

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত

ছয় দলের অংশগ্রহণে হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে ফিলিপাইন ও লাওস। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান।

 

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের পঞ্চম আসরের ড্র অনুষ্ঠিত হয়। 



 



আগামী ১ অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট। শেষ হবে ১২ অক্টোবর। সিলেটে গ্রুপ পর্বের খেলাগুলো হওয়ার পর সেমিফাইনাল ও ফাইনাল হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হ পারে নীলফামারির শেখ কামাল স্টেডিয়াম।



 



ড্র অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঢাকার চেয়ে ঢাকার বাইরে দর্শক বেশি হয়। সিলেট, যশোর, রাজশাহীর পর নীলফামারিতেও আমরা সেটা দেখেছি। সে কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরের সেমিফাইনালসহ কিছু ম্যাচ নীলফামারিতে আয়োজনের করার কথা ভাবছি । এ বিষয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গেও আলোচনা করেছি আমরা।



 



সবশেষ ২০১৬ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল, রানার্সআপ হয়েছিল বাহরাইন। টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ২০১৫ সালে রানার্সআপ হওয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top