জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে নেই সিকান্দার রাজা


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৯

জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে নেই সিকান্দার রাজা

জিম্বাবুয়ের বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা সফরের দলে জায়গা হয়নি সিকান্দার রাজার। বোর্ডের সঙ্গে ঝামেলা করে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর স্কোয়াড থেকেও বাদ পড়লেন।



ঘোষিত দলে ডাকা হয়েছে ব্রেন্ডন টেলর, ক্রেগ আরভিন এবং শেন উইলিয়ামসকে।



৩০ সেপ্টেম্বর থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে জিম্বাবুয়ে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে। এরপর অক্টোবরে বাংলাদেশ সফর। সাকিবদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।



রাজার সঙ্গে গ্রায়েম ক্রেমার জুলাইতে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে অংশ নেননি। বেতন-ভাতা নিয়ে প্রতিবাদ করে দুজন নিজেদের বাইরে রাখেন। তখন আইসিসি হস্তক্ষেপ করে দুজনকে দলে ফেরানোর চেষ্টা করে। ক্রেমারের ইনজুরি থাকলেও রাজা নিজে থেকে আসন্ন সফর দুটি নিয়ে কিছু বলেননি।



বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ওয়ানডে দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেগ আরভিন, টেলর, উইলিয়ামস, পিটার মুর, চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্ডা, টেন্ডাই চাতারা, সেফাস ঝুয়াও।



টেস্ট দল: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেইলর, উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বুর্ল, টেন্ডাই চাতারা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top