এশিয়া কাপের ফাইনালে ভারত


প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:২২

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৫৯

এশিয়া কাপের ফাইনালে ভারত

উদ্বোধনী জুটির জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেল ভারত। এতে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত রবি শাস্ত্রীর শিষ্যদের। ম্যাচ সেরা হয়েছেন শিখর ধাওয়ান। তিনি করেন ১১৪ রান। অপর ওপেনার রোহিত শর্মা অপরাজিত থাকেন ১১১ রান নিয়ে এবং আমবাতি রাইড়ু অপরাজিত ১২ রান করেন। 



এরআগে টস জিতে আগে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ এবং ভারত ২৩৮ রানে টার্গেট দেন। 



ইনিংসের শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। এরপর বাবর আজমকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন ফখর জামান। 



দলীয় ৫৫ রানে মায়াবী স্পিনার কুলদ্বীপ যাদবের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন সাম্প্রতিক সময়ে ফর্মের তুঙ্গে থাকা ফখর (৩১)। স্কোর বোর্ডে আর ৩ রান যোগ হতেই ফেরেন বাবর। 



শোয়েব মালিককে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক সরফরাজ আহমেদ। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন মালিক। এক পর্যায়ে জমে উঠে তাদের জুটি। ভারতীয় বোলারদের চোখ রাঙাতে থাকেন তারা। 



তবে দলীয় ১৬৫ রানে অল্পের জন্য ফিফটি বঞ্চিত হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। কুলদ্বীপ যাদবের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৬৬ বলে ২ চারে ৪৪ রান করেন পাক অধিনায়ক। এতে মালিকের সঙ্গে তার ১০৭ রানের জুটি ভাঙে।



একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকা শোয়েব মালিক শেষ পর্যন্ত ৯০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৭৮ রানের লড়াকু ইনিংস খেলে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি তুলে নেন। 



ভারতের হয়ে বুমরাহ, চাহাল ও কুলদ্বীপ ২টি করে উইকেট নেন।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top