তাজিকদের হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফিলিস্তিনের সূচনা
প্রকাশিত:
৫ অক্টোবর ২০১৮ ০২:০৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৫:৫৬

যুদ্ধের মধ্যে আছে ফিলিস্তিন। এ বিষয়টি দলকে মানসিকভাবে কতোটা নেতিবাচক প্রভাব ফেলে, এমন প্রশ্ন করা হয়েছিল ফিলিস্তিনের দলনেতা মোহাম্মদ বাসেমকে। তার প্রতিউত্তরে তিনি বলেছিলেন, ‘আমরা আসলে মাঠেই ফোকাস করি। মাঠেই দেশের জন্য যুদ্ধ করি।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচেই তার এ উত্তরের প্রতিফলন ঘটিয়েছে। মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সূচনা করেছে অন্যতম ফেবারিট ফিলিস্তিন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়।
খেলা শুরুর ৩৪ সেকেন্ডেই মিডফিল্ডার জোনাথন জোরিলার গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। ফিলিস্তিনের উদয় দাবাঘের পাস থেকে প্লেসিং শটে গোল করেন তিনি। বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসরে এ পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল এটি। পরবর্তীতে উভয় দলই বেশ ক’টি সুযোগ পেলেও গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থাকে ফিলিস্তিন।
বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে সতীর্থদের কাছ থেকে বল পেয়ে তাজিকিস্তানের বদলি খেলোয়াড় নজিম দারুণ একটি হেড করলেও তার প্রচেষ্টা ব্যর্থ হয়। ৫২ মিনিটে কাউন্টার অ্যাটাকে যায় ফিলিস্তিন। বক্সের ঠিক বাইরে থেকে জোনাথন জোরিলার জরিলার জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন তাজিক গোলরক্ষক রিজোয়েভ রুস্তম।
পরের মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন তাজিকিস্তানের ইরগাশেভ জাহঙ্গীর। তিনি ফিলিস্তিনের ডি-বক্সে দৌড়ের মধ্যে বল পেয়ে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। ম্যাচের ৬৫ মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে মোহাম্মদ রহিমভের বাড়ানো বলে ফিলিস্তিনের পোস্টের সামনে এক সারিতে থাকা ইরগাশেভ, জোরাবয়েভ ও ফাতখুল্লয়েভ ফাতখুল্ল মাথা বা পা ছোঁয়াতে পারেননি।
৬৬ ও ৭১ মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করেন করলেও ৭৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। শাদি শাবানের কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁইয়ে তাজিকিস্তানের জালে ফেলেন আব্দুল লতিফ আলবাহাদারি। পরবর্তীতে ৮১ মিনিটে আব্দুল্লাহের বাড়ানো শটে গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি তাজিক খালেদ সালেম।
ম্যাচের ৮৬ মিনিটে হেড করতে গিয়ে মাটিতে পড়ে বলের আঘাতে শেষ পর্যন্ত এ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন তাজিকিস্তানের ডিফেন্ডার বখতিয়ার। মাথার পিছনের দিকে মারাত্মক আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচের পরবর্তী সময়ে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিস্তিন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের কোচ নুরেদিনে উলদালি বলেন, ‘ম্যাচের শুরুতে গোল পাওয়ায় আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেই। যার ফলে ম্যাচে আমরা শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকি এবং শেষ পর্যন্ত জয় নিয়েই ফিরেছি।’
নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল তাজিকিস্তান। আগামী শনিবার ফিলিস্তিন-নেপাল ম্যাচের দিকে তাই তাকিয়ে থাকতে হচ্ছে তাজিকদের। ওই ম্যাচে নেপাল হারলে তাজিকিস্তান সেমিফাইনালে পৌঁছে যাবে। ড্র হলেও চলবে তাজিকদের। কিন্তু নেপাল জিতে গেলে তখন আসবে গোল গড়ের হিসাব।
ছয় জাতির এ টুর্নামেন্টে দুটি গ্রুপে অনুষ্ঠিত খেলায় গ্রুপ এ-তে ফিলিস্তিন, নেপাল এবং তাজিকিস্তান, গ্রুপ বি-তে স্বাগতিক বাংলাদেশ, ফিলিপাইন এবং লাওস অংশ নিচ্ছে। আগামীকাল শুক্রবার একই সময়ে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিপাইনের। অবশ্য গ্রুপ বি- থেকে ইতোমধ্যেই সেমিফাইনালে উন্নিত হয়েছে দল দুটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: