পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিন
প্রকাশিত:
৭ অক্টোবর ২০১৮ ১৪:৫১
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:২৮

সংযুক্ত আরব আমিরাতে চলছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিং করছে পাকিস্তান। দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রথম দিনের কয়েকটি পরিসংখ্যান রাইজিংবিডির পাঠকদের জন্য দেওয়া হল:
৫ : উদ্বোধনী জুটিতে ২০৫ রান করেছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। টেস্টে এটা পাকিস্তানের পঞ্চম টেস্ট ওপেনিং পার্টনারশিপ। ২০১৬ সালের পর ওপেনিংয়ে ডাবল সেঞ্চুরির জুটি পেল পাকিস্তান। সবশেষ ২১৫ রান করেছিলেন আজহার আলী ও সামি আসলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৩: টেস্টে পাকিস্তানের ১৩টি শতরানের ওপেনিং পার্টনারশিপ রয়েছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার রয়েছে ২২টি শতরানের জুটি। ইংল্যান্ডের রয়েছে ১৪টি।
১০: দশমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দল ডাবল সেঞ্চুরির ওপেনিং জুটির স্বাদ পেল। ১৯৯০ সালের পর পাকিস্তান তৃতীয় দল হিসেবে এমন কীর্তি গড়ল। সবশেষ ২০১৩ সালে মুরালি বিজয় ও শিখর ধাওয়ান ২৮৯ রান করেছিলেন।
০: প্রথম ৬০ ওভারে অস্ট্রেলিয়া কোনো উইকেটটি নিতে পারিনি। ২০০০ সালের পর থেকে এমন বাজে পরিস্থিতির মুখোমুখি হল অস্ট্রেলিয়া। সবশেষ ২০০০ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলেছিল ৬৬.২ ওভারে।
৪: সংযুক্ত আরব আমিরাতে চতুর্থ সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে যা প্রথম এবং সংযুক্ত আরব আমিরাতে টানা দ্বিতীয়। ২০১৫ সালে শারজাহতে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫১ রান।
১০: ওপেনিংয়ে হাফিজের রান ৩৪৬৫, সেঞ্চুরি ১০টি। মোহাম্মদ সাঈদ আনোয়ারের পর পাকিস্তানের সবথেকে সফল ওপেনার হাফিজ। সাঈদ আনোয়ারের সেঞ্চুরি ১১টি। ৯ সেঞ্চুরি মুসাদ্দার নজরের।
১০: ব্যাটিং স্বর্গে ২০৫ রানের জুটি গড়ার পথে ইমাম ও হাফিজ মাত্র ১০ বল বিট হয়েছেন।
১৩৫: অস্ট্রেলিয়ার হয়ে আজ অভিষেক হল অ্যারন ফিঞ্চের। টেস্ট অভিষেকের আগে, দ্বিতীয় খেলোয়াড় হিসেবে সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিঞ্চ। রোহিত শর্মা ম্যাচ খেলেছেন সর্বোচ্চ ১৪৪টি। ফিঞ্চ খেলেছেন ১৩৫ ম্যাচ। জিম্বাবুয়ের চামু চিবাবা খেলেছেন ১২৬ ম্যাচ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: