অস্ট্রেলিয়া থেকে ভক্তদের সুসংবাদ দিলেন সাকিব
প্রকাশিত:
১০ অক্টোবর ২০১৮ ০০:১২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:৩৯

কোটি ভক্তের কথা শুনেছেন মহান আল্লাহতালা।অবশেষে আঙুলের চোট নিয়ে দারুণ সুখবর দিলেন সাকিবআল হাসান।অস্ট্রেলিয়ার মেলবোর্নে ডা. গ্রেগ হয়ের অধীনে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে আঙুলের রিপোর্টনাকি ভালো এসেছে।
এই রিপোর্টে কোন খাপার ফলাফল আসেনি। সবই ভালো এসেছে।ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে পুরোসেরে উঠতে সময় লাগবে। কত সময় লাগবে, সেটি অবশ্য এখনই বলা কঠিন। আগামী এক সপ্তাহের মধ্যেসাকিব অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন।এই এক সপ্তাহ তাকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়া হবে। শেষহলে আরেকবার হাত দেখে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
যদিও কোন খারাপ রিপোর্ট আসেনি তারপরেও তিন থেকে চার মাস মাঠের বাহিরে থাকতে হবে তাকে।এইতিন মাসে যদি ব্যথা পুরোপুরি চলে যায়, সাকিবের অস্ত্রোপচার নাও লাগতে পারে। যদি ব্যথাটা থেকেযায়,তাহলে হয়তো অস্ত্রোপচারের বিকল্প থাকবে না।
উল্লেখ্য, চলতি বছরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলার সময় শ্রীলংকার বিপক্ষে ফিল্ডিং করার সময়বাঁহাতের কণিষ্ঠ আঙুলে গুরুতর চোট পান সাকিব।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: