রোমাঞ্চকর ড্রয়ে নিষ্পত্তি পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট
প্রকাশিত:
১২ অক্টোবর ২০১৮ ০১:৩৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:০৭

সবদিকে এগিয়ে থেকেও এমন ম্যাচে ড্র? ওয়ানডেতে পাকিস্তান অনেক আগেই ‘আনপ্রেডিক্টেবল’ খ্যাতি পেয়েছে। দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দেখে যে কেউই বলে দিবে, টেস্টেও তারা আনপ্রেডিক্টেবল হয়ে উঠেছে।
পাকিস্তানের হোম ভেন্যু খ্যাত দুবাইতে টস জিতে শরফরাজ আহমেদের সিদ্ধান্ত প্রথমে ব্যাটিং করার।
পাকিস্তান টেস্ট দলে ইমাম উল হক আর মোহাম্মদ হাফিজের দলে থাকা নিয়ে কম কথা হয়নি প্রধান নির্বাচক ইনজামাম উল হককে নিয়ে।
ইনজামামের আস্থার প্রতিদানও দিলেন দুইজন। প্রথম ইনিংসে ২০৫ রানের জুটিতে বড় সংগ্রহ পায় পাকিস্তান। হাফিজ আর হারিস সোহেলের শতকে ৪৮২ রানে গিয়ে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ থেমে যায় মাত্র ২০২ রানে। উসমান খাজার ৮৫ আর অভিষিক্ত অ্যারন ফিঞ্চের ব্যাটে ৬২ রান ছাড়া বাকি আট ব্যাটসম্যান মিলে নেয় মোটে ৬০ রান।
এই ১০ উইকেটের ৬ উইকেট নেন অভিষিক্ত বিলাল আসিফ আর মোহাম্মদ আব্বাস নেন ৪ উইকেট।
প্রথম ইনিংসে ২৮০ রানের সঙ্গে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে যোগ করে আরও ১৮১ রান। অস্ট্রেলিয়ার সামনে ৬ উইকেটে ৪৬১ রানের বিশাল লিড দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
শরফরাজ হয়তো ভেবে রেখেছিলেন আব্বাস-আসিফরা থাকতে ৪৬১ রান কিভাবে টপকাবে অজিরা! তাও আবার দ্বিতীয় ইনিংসে।
৪৬১ রান টপকে অজিরা এই ম্যাচ জিততে পারেনি ঠিক তবে জয়ের থেকেও কম কিসে। ফিঞ্চের ৯৯ বলে ৪৯ রান। ৩০২ বলের লম্বা ইনিংস খেলে ১৪১ রান করে উসমান খাজা বেকায়দায় ফেলে দিয়েছিল পাকিস্তানকে।
মাঝে শন মার্স আর মিচেল মার্শের জোড়া শূন্য রানের পর ট্রাবিস হেডের ১৭৫ বলে ৭২, আর ম্যাচের শেষ বল পর্যন্ত অজি অধিনায়কের ১৯৪ বলে ৬১ রানের লড়াকু ইনিংস হারতে দেয়নি অস্ট্রেলিয়াকে।
শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৬২ রানে দিন শেষ করে ড্র করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে শতক আর প্রথম ইনিংসে অর্ধশত রান করায় ম্যাচ সেরার পুরষ্কার উঠে অজি ওপেনার উসমান খাজার হাতে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: