ইংল্যান্ড দলের অনুশীলনে বিষধর সাপের হানা!


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৮ ০৩:০৭

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:২৬

ইংল্যান্ড দলের অনুশীলনে বিষধর সাপের হানা!

দলের সবাই অনুশীলন করতে ঢুকলেন মাঠে। সব কিছুই তৈরি। কিন্তু ইংল্যান্ড দলের অনুশীলনে হানা দিল বিষধর কোবরা সাপ। সোমবার সকালে শ্রীলঙ্কায় সফররত ইংল্যান্ড ক্রিকেট দলের প্র্যাকটিসে এ ঘটনা ঘটেছে।



বর্তমানে দুই দলের মধ্যে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। ডাম্বুলায় দুই দলের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড। বুধবার তৃতীয় ওয়ানডে ক্যান্ডিতে। আর ইংল্যান্ড ক্রিকেট দল এখন ক্যান্ডিতেই অবস্থান করছে।



কিন্তু সোমবার সকালে অনুশীলনের জন্য ইংলিশরা পাল্লেকেলে স্টেডিয়ামে পৌঁছালে সাপের হানায় পড়ে। না কাউকে সাপটি কামড় দেয়নি বা দিতে পারেনি। তার আগেই মাঠ কর্মিরা সাপটিকে ধরে ফেলে। লঙ্কান মাঠ কর্মীদের সাপটিকে ধরে ফেলার ভিডিও পরে নিজেদের অফিসিয়াল টুইটারে পোস্ট করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।



ভিডিওটি পোস্ট করে ইসিবি লিখেছে, ‘এক বিস্ময়কর আগন্তুক সকালে অনুশীলনে এসেছিল।’ ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে গ্রাউন্ডসম্যানরা সাপটিকে একটি পাইপের মধ্যে ভরে ফেলার চেষ্টা করছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top