লকডাউন ভেঙ্গে পার্টি, দেড় লাখ পাউন্ড জরিমানা ময়েস কিনের


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২০ ২১:৩৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২০ ২১:৩৭

 

প্রভাত ফেরী: প্রতিভার বিচারে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে চড়া দামে ময়েস কিনকে দলে ভিড়িয়েছিল ইংলিশ ক্লাব এভারটন। এই চুক্তিতে ২৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিসহ সবমিলিয়ে প্রায় ৩৬ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩৭৯ কোটি টাকার বেশি) খরচ হয়েছিল ইংলিশ ক্লাবটি।

কিন্তু গত আগস্টে ক্লাবে যোগ দেয়ার পর থেকে সে অর্থে কিছুই করতে পারেননি ইতালির এ ২০ বছর বয়সী স্ট্রাইকার। মৌসুম স্থগিত হওয়ার আগে ২৬ ম্যাচে মাঠে নেমে একটিমাত্র গোল করতে পেরেছেন এ তরুণ ফরোয়ার্ড। এবার এভারটন- সরকার নির্দেশিত লকডাউন আইন ভেঙে বাসায় মেয়েদের নিয়ে পার্টি দিয়েছেন ক্লাবটির ইতালিয়ান স্ট্রাইকার মোইজে কিন!

প্রচণ্ড ক্ষুব্ধ হয় এভারটন, খুব রেগে যান ক্লাবের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিও। তখনই বোঝা গিয়েছিল, শাস্তি এড়াতে পারবেন না ২০ বছর বয়সী কিন। রবিবার সন্ধ্যায় দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, দুই সপ্তাহের বেতনের সমান প্রায় ১ লাখ ৬০ হাজার পাউন্ড জরিমানা দিতে হচ্ছে তাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৯৭০ টাকা।

চেশায়ারের অ্যাপার্টমেন্টে কিন কয়েকজন নারী মডেলকে নিয়ে পার্টি তো দিয়েছেনই, সেটির ছবি তুলে নিজেই আবার পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে (স্ন্যাপচ্যাট)। ব্যস, গোটা যুক্তরাজ্য জুড়ে লকডাউনের সময় এই ছবিটি দেখে প্রথম রিপোর্ট করে স্পোর্টসমেইল।

সঙ্গে সঙ্গেই এক বিবৃতির মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এভারটন কর্তৃপক্ষ, ‘দলের প্রথম সারির একজন খেলোয়াড় করোনাভাইরাস সংকটে সরকারের নির্দেশনা ও ক্লাবের নীতি উপেক্ষা করে এমন একটি কাজ করেছে জানতে পেরে এভারটন ফুটবল ক্লাব মর্মাহত। ক্লাব এই খেলোয়াড়ের ব্যাপারে তীব্র হতাশা প্রকাশ করছে এবং পরিষ্কারভাবে জানাচ্ছে যে তার আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য।’


বিষয়: ময়েস কিন


আপনার মূল্যবান মতামত দিন:


Top