সাকিবের তাণ্ডবে টাইগারদের বড় পুঁজি


প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০১৮ ১১:১৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১২:১৪

সাকিবের তাণ্ডবে টাইগারদের বড় পুঁজি

ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমে টসে হেরে য়াগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৫ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের ২৫৬ রান দরকার।



টাইগারদের ব্যাটিংয়ের সংক্ষিপ্ত স্কোরঃ তামিম(৫০), লিটন (৮) , ইমরুল(০), মুশফিক(৬২) , সাকিব(৬৫), সৌম্য(৬), মাশরাফি(৬), মিরাজ(৯)।

 

৪০ ওভার শেষে খেলাঃ মাহমুদউল্লাহর আউটের পর ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার। সাকিবের সাথে তড়িঘড়ি করে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ আউটের ফাঁদে পড়েন তিনি। ব্যাট হাতে তিনি করেন মাত্র ৬ রান। তখন টাইগার দলের স্কোর ছিলো ৫ উইকেটে ২০৮ রান। দলের এমন বিপদে চোট সারিয়ে ব্যাটিংয়ে আসেন লিটন দাস।কিন্তু শেষের দিকে নেমে খুব বেশি সুবিধা করতে আগের ৫ রানের সাথে ৩ রান যোগ করে ফিরে যান সাজ ঘরে। লিটনের বিদায়ের পর ৪৭ ওভারের রোচের বলে বোল্ড আউট হন সাকিব। এই দিন সাকিব ব্যাট হাতে করেন ৬৫ রান। এরপর মিরাজ ও মাশরাফি মিলে পুরো ওভারের খেলা শেষ করেন।



ভেঙে গেল সাকিব ও মাহমুদউল্লাহর জুটিঃ মুশফিক বিদায়ের পর সাকিবের সাথে নতুন করে জুটি গড়েন মাহমুদউল্লাহ । এই দুই জুটিতে ৪০ ওভারের খেলা শেষ করে ফেলে। ৫১ বলে মাহমুদউউলাহ ৩০ রান করার পর পাওয়লের বলে বড় শর্ট খেলতে গিয়ে হেটমায়ারের হাতে ক্যাচ আউট হন তিনি।



তামিমের পর মুশফিকও বিদায় নিলেনঃ প্রথম ম্যাচে ফিফটি করে দলকে জয় এনে দিয়েছিলেন মুশফিক। সেই ধারাবাহিকতায়

দ্বিতীয় ম্যাচের ফিফটি করেন এই ডান হাতি ব্যাটসম্যান। এটি ছিলো তাঁর ক্যারিয়ারের ৩২ তম ফিফটি। কিন্তু তামিমের মত তিনিও ফিফটি করে বেশিক্ষন উইকেটে দাঁড়াতে পারলেন না। ৬২ রান করে থমাসের বলে ক্যাচ আউট হন। এই সময় টাইগারদের স্কোর ছিলো ২৬ ওভারে ৩ উইকেটে ১৩২ রান।



ফিফটি করেই ফিরলেন তামিমঃ ব্যাটিংয়ের শুরু থেকেই ছন্দে ব্যাট চালাতে থাকেন তামিম। শুরুতে ব্যাটিং বিপর্যয় পড়লেও সেই বিপর্যয় কাটিয়ে উঠে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি করেন। কিন্তু ফিফটি করার পর আর উইকেটে দাঁড়াতে পারেনি এই বাঁ-হাতি ব্যাটসম্যান। ২৩ ওভারের সময়  বিষুর বলে বড় শর্ট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে রোচের কাছে ক্যাচ আউট হন তিনি।এই সময় টাইগারদের স্কোর ছিলো ২৩ ওভার ৩ বলে ২ উইকেটে ১২৫ রান।



তামিম ও মুশফিকের জুটিঃ শুরুতেই লিটন ও ইমরুলকে হারানোর পর চাপের মুখে পড়ে টাইগাররা। কিন্তু সেই চাপ থেকে স্বস্তি ফিরিয়ে আনে তামিম ও মুশফিকের ব্যাটিং।  দুই ব্যাটসম্যানই ফিফটি করেছেন। মুশফিকের এটি ৩২ তম ও তামিমের ৪৩তম ফিফটি।



ব্যর্থ হলেন ইমরুল কায়েসঃ লিটন রিটায়েট হার্ট নিলে উইকেটে আসেন ইমরুল কায়েস। কিন্তু ব্যস্থ ইমরুল প্রথম ম্যাচের মত এই ম্যাচেও কিছু করতে পারলেন না থমাসের বলে হোপের হাতে ক্যাচ আউট হয়ে ফিরে যান সাজ ঘরে। এই সময় টাইগারদের স্কোর ছিলো ১৪ রান ৩ ওভার ৩ বল।



ব্যথা পেয়ে মাঠের বাহিরে গেলেন লিটন দাসঃ তামিমের সাথে ওপেনিংয়ের শুরুটা ভালোই করেছিলেন লিটন দাস। কিন্তু খেলার দ্বিতীয় ওভারের মাথায় থমাসের বলে পায়ে আঘাত পান । এরপর আর ব্যাটিং করতে পারেন না এই ডান হাতি ব্যাটসম্যান। সেই কারণে  রিটায়েট হার্ট নিয়েছেন । পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। ব্যাট হাতে তিনি ৫ রান করেছেন।এই সময় টাইগারদের স্কোর ছিলো ১ ওভার ৩ বলে ১১ রান।



মাশরাফি একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top