সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৫

 

প্রভাত ফেরী: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

এরআগে প্রথম টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ জিতে এগিয়ে রয়েছে।

সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলামের ছিটকে যাওয়ায় বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে তা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত মোট ৩ পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। সাদমান ও সাকিবের পরিবর্তে সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনকে একাদশে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। তাছাড়া পেসার মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে আবু জায়েদ রাহীকে নেওয়া হয়েছে একাদশে।

অন্যদিকে, একাদশে এক পরিবর্তন এনে আজ মাঠে নামছে সফরকারীরা। পেসার কেমার রোচের বদলে আলজারি জোসেফকে একাদশে অন্তর্ভুক্ত করেছে দলটি।

চট্টগ্রাম টেস্টে নাটকীয় হারের ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই মুমিনুলদের সামনে। অন্যদিকে এমন জয়ের পর ফুরফুরে মেজাজে সফরকারীরা। মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই তাই ঢাকা টেস্ট খেলতে যাচ্ছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ টেস্ট দল: 

তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: 

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), শায়েন মসেলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডে সিলভা, কাইল মায়ার্স, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top