সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নিউজিল্যান্ডের আশা ভেঙ্গে টি ২০তে নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১৫ নভেম্বর ২০২১ ২১:৪১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৭

 

প্রভাত ফেরী: রবিবাসরীয় রজনীতে দুবাইয়ে নিউজিল্যান্ডের আশার তরী ডুবিয়ে অসিরা প্রথমবারের মতো খুদে ফরম্যাটের বৈশ্বিক আসরে বাজিমাত করল। টি ২০ বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।

ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ধুন্ধুমার ব্যাটিংয়ে স্বপ্নপূরণের রায়ের পর বিজয়ী অসি ক্রিকেটারদের গানের স্বরলিপি

স্টিভেন স্মিথ

এই ট্রফি আমাদের জন্য বিশেষ কিছু। স্বর্ণের চেয়েও দামি। এর মূল্য আমাদের কাছে অসীম। এজন্য

আমরা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করেছি। ট্রফি নিয়ে দেশে ফেরা আমাদের জন্য অনেক বড় সম্মানের।

গেল দুই সপ্তাহ দারুণ কেটেছে ওয়ার্নারের।

অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে

দিয়েছিল। সে শুরুতেই ম্যাচটা আমাদের

অনুকূলে নিয়ে আসে।

অ্যাডাম জাম্পা

আমি শুধু নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করে গেছি। জানতাম মন্থর উইকেটে খেলা হবে। সময়টা আমাদের জন্য ভালো ছিল। আমরা টস জিতেছি। শুকনো বলে বোলিং করেছি। চেষ্টা করেছি উইকেট নেওয়ার। স্কোর বোর্ডে জমা হওয়া রান অক্ষত রাখার চেষ্টা করেছি।

মিচেল স্টার্ক

দলে আমরা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ। সেটার প্রতিফলন ঘটেছে আমাদের খেলায়। ভিন্ন ভিন্ন ফরম্যাটে আমরা একেকজন খেলি। আমাদের মধ্যে একতা ও ঘনিষ্ঠতা দলকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে গেছে। জাম্পা গত দুবছরে সাদা বলের ক্রিকেটে সেরা বোলার। ওকে কেন্দ্র করে কিভাবে বোলিং আক্রমণ করতে হবে, আমরা তা জানি।

জশ হ্যাজলউড

টি ২০ চাপ সবসময় থাকে। প্রথম বল থেকেই ব্যাটার আপনার ওপর চড়াও হয়। পাওয়ারপ্লেতে আমরা নিউজিল্যান্ডকে ৪০-এর কম রানে আটকে দিই। এটি একটি ভালো প্রচেষ্টা। আমাদের ব্যাটাররা দারুণ চেজ করেছে। কেইন (উইলিয়ামসন) একজন দুর্দান্ত খেলোয়াড়। ধ্রুপদী ইনিংস খেলেছে সে। মাঠের চারপাশে বল পাঠিয়েছে। আর আমাদের লুজ বোলিংয়ের সদ্ব্যবহার করেছে।

মার্কাস স্টয়নিস

আমাদের দলের সবাই আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের এই দলটা চমৎকার। সবসময় মুখিয়ে থাকি খেলতে। সতীর্থদের নিয়ে আমি গর্বিত। মিচ মার্শের এত গুণমুগ্ধ ভক্ত। ওর পরিবারও হয়তো কল্পনা করতে পারবে না যে, ওর এত সমর্থক। আমরা ওর জন্য ভীষণ খুশি।

গ্লেন ম্যাক্সওয়েল

দীর্ঘদিন ধরে ওডিআই ও টি ২০ ফরম্যাটে জাম্পা একজন সুপারস্টার। তাকে তারকা হয়ে উঠতে দেখাটা আনন্দের। সে সরাসরি প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে। গত তিন বছরে আমার মনে হয় না যে, ওর চেয়ে এত ভালো কোনো লেগ-স্পিনার এসেছে।

প্যাট কামিন্স

আমরা উল্লসিত। দেশে ফিরে গিয়ে উৎসব করব। দেশবাসী আমাদের প্রচুর সমর্থন দিয়েছে। ওরা রাত ১টায় ঘুম থেকে উঠেছে খেলা দেখার জন্য। এখানে (আরব আমিরাতে) আইপিএলে খেলাটা কাজে লেগেছে। এজন্য, এমনকি হ্যাজলউডও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে।

ম্যাথু ওয়েড

এটি একটি বিশাল সাফল্য। প্রথম টি ২০ বিশ্বকাপ

ট্রফি জিতলাম আমরা। শুরুতে অনেকেই আমাদের বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। সাজঘরে নিজেদের মধ্যে আলোচনা করেছি, অস্ট্রেলিয়ার জন্য আমরা

প্রথম টি ২০ বিশ্বকাপের শিরোপা জিতব। আজ (গতকাল) আমরা আত্মপ্রত্যয়ী ছিলাম যে, শুরুটা যদি ভালো করতে পারি, তাহলে স্বপ্নপূরণ সম্ভব। মিচ (মার্শ), ডেভি (ওয়ার্নার) ও ম্যাক্সিকে

(ম্যাক্সওয়েল) ধন্যবাদ স্বপ্ন সত্যি করার জন্য।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top