স্ত্রীকে নিয়ে মাশরাফির সেলফি
প্রকাশিত:
২১ জানুয়ারী ২০১৯ ১৩:১৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১১:২০

বিপিএল নিয়ে ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সের। শনিবারের খেলায় সিলেটকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন মাশরাফি। আর তাই তো সহধর্মিনী সুমনা হক সুমিকে সময় দেন।
মাশরাফি সুমিকে নিয়ে বাইক চালিয়ে সেলফিতে ব্যস্ত ছিলেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে মাশরাফির সহধর্মিনী সুমনা হক সুমির আইডিতে। এসময় সুমি লিখেছেন লাভলি ওয়েদার। রোববার সন্ধ্যায় আপকরা তিনটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন অনেকে।
ফেসবুকে ইসমত আরা সিমা লিখেছেন, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বল তো।
রিক্তা নামে একজন লিখেছেন, মাশআল্লা দুজনকে সুন্দর লাগছে। মোস্তফা কামরুজ্জামান কামাল লিখেছেন, আমার ভালবাসার দুজন মানুষ।
শিরিন শারমিন লিখেছেন, ফুল লাভ বিউটিফুল পিকচার এন্ড মোমেন্ট। মালিহা লিখেছেন, মাশ আল্লাহ এ যুগের উত্তম সুচিত্রা।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর সংসদ সদস্য নির্বাচিত হয়ে ১ জানুয়ারি বিপিএল অংশ নিতে খেলার মাঠে ফেরেন এই সংসদ সদস্য।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: