যুক্তরাষ্ট্র থেকে সাকিব ফিরেছেন দেশে


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২২ ২২:৪৪

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৬:১৪

 

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্র থেকে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিনি ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেলবেন।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে ওয়ানডে ফরম্যাটের সব ম্যাচ ৯, ১১ ও ১৩ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে। ১৫ জানুয়ারি ফাইনাল। ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের লংগার ভার্সন শেষ হয়েছে কাল। এদিকে ৫০ ওভারের সংস্করণে খেলবেন মাশরাফি মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজুর রহমান। নির্বাচক দলের সদস্য হাবিবুল বাশার বলেন, ‘সাকিব অনেকদিন খেলার বাইরে। তাই সে বিসিএলে খেলতে আগ্রহ দেখিয়েছে। সামনে বিপিএল, ভালো প্রস্তুতি করতে চায় সে।’ ব্যক্তিগত কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিব।


বিষয়: সাকিব


আপনার মূল্যবান মতামত দিন:


Top