তাসকিনের নিউজিল্যান্ড সিরিজ শেষ


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:৫০

তাসকিনের নিউজিল্যান্ড সিরিজ শেষ

গতকাল বিপিএলের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাঁ-পায়ে গুরুতর আঘাত পান পেসার তাসকিন আহমেদ। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে এক্সসেরে পর জানা গিয়েছে তাঁর পায়ের লিগারমেন্ট ছিড়ে গিয়েছে। তাই তাসকিন ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। কারণ আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে দলের বাহিরে থাকতে হবে। 



দীর্ঘ দিন ইনজুরি থাকার পর চলতি বিপিএলে দুর্দান্ত পারফম্যান্স করেন তিনি। সেই পারফম্যান্সের ফল হিসাবে নিউজিল্যান্ড সিরিজে দলে ডাক পান। কিন্তু সেই সুখ তাসকিনের কপালে বেশি সময় সইলো না। 



দল ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই আবারো ইনজুরি পড়লেন। আর এই ইনজুরি এতোটাই গুরুতর সারতে লাগবে বেশ কয়েক দিন। 



চলতি বিপিএলে তাসকিন ১২ ম্যাচ খেলে ২২ উইকেট নিয়ে এখনো উইকেট শিকারের শীর্ষে রয়েছেন।   


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top