বাংলাদেশ ফুটবলের বস বিপিএল দেখতে ক্রিকেট মাঠে


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৮

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:৫৯

বাংলাদেশ ফুটবলের বস বিপিএল দেখতে ক্রিকেট মাঠে

তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বস, তার কর্মক্ষেত্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে তাকে দেখা গেলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের প্রথম ম্যাচ দেখতে মাঠে দেখা গেছ্রে জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে কে।



 



সাধারণ দর্শক হয়ে খেলা দেখেছেন এলিমিনেটর ম্যাচের ঢাকা ডায়নামাইটস বনাম চট্টগ্রাম ভাইকিংস ম্যাচটি।

ইংল্যান্ডের নাগরিক হওয়ায় ক্রিকেট সম্পর্কে ভালো ধারণা থাকাটাই স্বাভাবিক। তার দেশই যে জন্ম দিয়েছে ভদ্র লোকের খেলা নামে পরিচিত ক্রিকেটকে।



 



আপাতত জাতীয় দলের খেলা না থাকায় কিছুটা অবসরে রয়েছেন জেমি। তবে পাকা জহুরীর মতো চোখ রেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দিকে। এই টুর্নামেন্ট থেকেই উপযুক্ত খেলোয়াড় বাছাই করে আগামী ৯ মার্চ কম্বোডিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

এস/ডি  


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top