চার অর্ধশতকে ব্যাটিং প্রস্তুতি সাড়লো বাংলাদেশ
প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১০:৫৮

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রন্তুতি ম্যাচের প্রথম দিনটা ভালোই ব্যাটিং করল বাংলাদেশ দল। ৯৬ ওভার দলের সকলেই ব্যাটিং প্রস্ততি নিলো। নিউজিল্যান্ডে একাদশের বিপক্ষে চার ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতে তারা ৫ উইকেটে ৪১১ রান তোলে।
২৮ ফেব্রুয়ারি মূল টেস্ট সিরিজ শুরুর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে উদ্ধোধনী জুটিতে বাংলাদেশের হয়ে ব্যাট করতে আসেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম অনিক। এই দুই ব্যাটসম্যান প্রথম সেশনে ১১৩ রানে তোলেন। দ্বিতীয় সেশনের শুরুতে এই জুটির তামিম ইকবাল ফিরে যান। তিনি ৮৩ বল থেকে ৪৫ রান করেন।
দ্বিতীয় উইকেটে সাদমানকে সঙ্গ দেন মোমিনুল। তবে এই জুটিতে ৭ রাত আসার পরই বিদায় নেন অন্য ব্যাটসম্যান সাদমান। ১১৩ বল থেকে ৬৭ রানের ইনিংস খেলেনি তিনি। মোমিনুল এদিন নিজের নামের উপর সুবিচার করতে পারেননি। ৩০ বল থেকে ২০ রান করেন তিনি। এ সময় বাংলাদেশের সংগ্রহ ৪০.৫ ওভারে ১৫১ রান ৩ উইকেট।
মোমিনুলের বিদায়ের পর লিটন দাস ও সৌম্য সরকার বড় রানের জুটি গড়ে তোলেন। এই জুটিতে ৭৯ বল থেকে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন। তবে দলীয় ২৪৫ রানে সৌম্য ব্যাক্তিগত ৪১ রানে অন্যদের ব্যাটিং করার সুযোগ করে দিতে প্যাভিলনে ফিরে যান। ফলে তার ও লিটনের ৯৪ রানের জুটির সমাপ্তি হয়।
এরপর লিটনকে সঙ্গ দিতে ক্রিজে ব্যাট করতে আসেন মাহমুদুল্লাহ। তিনি এদিন ৬০ বল থেকে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলন। আর লিটন ৯১ বল থেকে ৬২ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটসম্যানই অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিয়ে প্যাভিলনে ফিরে যান।
এদিন সাকিবের উত্তরসূরি হিসেবে যাকে বিবেচনা করা হয় সেই মিরাজ তুলে নেন অর্ধশতক। তিনি ৬৭ বল থেকে ৫১ রানের ইনিংস খেলেন। এছাড়া তাইজুল ইসলাম ১৪, নাইম হাসান ১২ ও রাহির ব্যাট থেকে আসে ২৩ রান।
কিউইদের হয়ে কোবার্ন ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন লকরোস, নুটটল। রবিরাব ভোর চারটায় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিংয়ের প্রস্ততি নিবে টাইগাররা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: