র্যাঙ্কিংয়ে কোহলির পরেই শান্ত
প্রকাশিত:
১৬ মার্চ ২০২৩ ২০:৪৫
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১৪

র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে এমন চোখ ধাঁধাঁনো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। ৬৮ ধাপ এগিয়ে এখন আছেন সেরা ১৬তে। যেখানে তিনি নিঃশ্বাস ফেলছেন বিরাট কোহলির ঘাড়ে, ভারতীয় এই সুপারস্টার আছেন ব্যাট হাতে সেরাদের তালিকায় ১৫তম স্থানে।
ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য সিরিজ কাটিয়েছেন শান্ত। অনবদ্য ছিল তার ব্যাট। রানের জন্য ছিলেন বড্ড ক্ষুধার্ত। এক ফিফটির সাথে সর্বোচ্চ ১৪৪ রান, জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার। অবস্থান নিলেন বাংলাদেশের হয়ে সবার ওপরে।
বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন কেবল লিটন দাস। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ফলে ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে তার অবস্থান।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা বিশে আছেন কেবল মোস্তাফিজুর রহমান, ২০ নম্বরেই আছেন তিনি। এছাড়া ৫৮৮ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে সাকিব আল হাসান ও ৫৬০ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে নাসুম আহমেদ। ৫২৯ পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: