শিরোপা জয় এখন আমাদের হাতে : জাভি
প্রকাশিত:
২০ মার্চ ২০২৩ ২০:৫৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:০৮

এক মৌসুমে তিনটি এল ক্ল্যাসিকো জয়ের দারুণ এক কীর্তি গড়ে ফেললেন বার্সেলোনা ম্যানেজার জাভি হার্নান্দেজ। সর্বশেষ ২০১১ সালে পেপ গার্দিওলা বার্সার হয়ে এই কীর্তি গড়েছিলেন। রবিবার রাতে ন্যু ক্যাম্পে 'চিরশত্রু' রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে দেওয়ার পর আনন্দে ভাসছে বার্সা শিবির। তবে জাভি তার শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন, এখনও অনেক পথ বাকি। তাই বেশি আনন্দিত হওয়ার কিছু নেই।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে বার্সার কাছে টানা তিন ম্যাচ হারল রিয়াল। রবিবারের ম্যাচে দলীয় পারফর্মেন্সে জাভি খুশি হলেও তিনি উচ্ছাসে ভেসে যাচ্ছেন না। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘১২ ম্যাচ বাকি থাকতে ১২ পয়েন্ট এগিয়ে গিয়েছি। এতে বেশ খুশি। কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। লা লিগার শিরোপা জেতা না–জেতা এখন আমাদের হাতে। আমরা চাইলেই আরাম করতে পারি না। চ্যাম্পিয়ন হয়ে গেছি—এমন অনুভূতিও কাজ করছে না। এখনো বহু পথ পাড়ি দিতে হবে।’
এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে গিয়ে শিরোপায় এক হাত দিয়ে রেখেছে বার্সেলোনা। ৮১ মিনিটে একটি গোল ভিএআরে বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে জাভি মনে করেন, তার শিষ্যরা ভালো খেলেই জিতেছে। তার ভাষায়, ‘আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি। ম্যাচের নিয়ন্ত্রণও আমাদের হাতে ছিল। সব মিলিয়ে ওদের চেয়ে ভালো খেলেছি। ম্যাচের ফলও ঠিক আছে। ১–০ ব্যবধানে পিছিয়ে পড়াটাই শুধু ঠিক ছিল না।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: