মাগুরায় সাকিবের ঈদ আনন্দ


প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৩ ২২:৪৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০২:৪৩

 

সাকিব আল হাসান এবার তার গ্রামে মাগুরায় ঈদ করলেন। স্ত্রী, সন্তান যুক্তরাষ্ট্রে। সাকিবের বাবা-মা মাগুরায়। সৌদি আরবে ওমরা পালন করে পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু সেদিকে না গিয়ে কি কারণে যেন দেশে ফিরে এলেন। বাবা-মায়ের সঙ্গে ঈদ উদ্যাপন করবেন। মাগুরায় কেশব মোড়ে পশ্চিমপাড়ায় সাকিবদের বাড়ি। এলাকায় গেলে সাকিবকে পেয়ে সবাই খুশি হন। এবার তো ছয় বছর পর সাকিব গ্রামের বাড়িতে ঈদ করলেন। এলাকার লোকজনও ভাবেননি সাকিব আসবেন।

মাগুরায় নোমানী ময়দানে ঈদে বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে নামাজ আদায় করেছেন সাকিব। সাদা পাঞ্জাবির সঙ্গে সাদা পাজামা। কালো স্যান্ডেল। নামাজ পড়ে সবার সঙ্গে কথা বলেন। কুশল বিনিময় করেন তিনি। এলাকার অনেক মানুষ সাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। মুরুব্বিরা সাকিবের সঙ্গে কথা বলে জানিয়েছেন প্রতিবারই যেন ঈদ করতে আসেন সাকিব। সবার সঙ্গে হাসি মুখে কথা বলেছেন। কেউ ক্রিকেট নিয়ে কথা বলতে চাইলেও সাকিব সেখানে অংশগ্রহণ করেন। বিশ্বকাপ জিততে হবে, আরো অনেক বড় ক্রিকেটার হবেন সাকিব এমন দোয়া তার এলাকার মুরুব্বিদের। এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আবু নাসের বেগ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল শুভেচ্ছা বিনিময় করেন।

সাকিব গ্রামে আসবেন আর তার বন্ধুরা দূরে থাকবেন তা কি করে হয়। সাকিব সব সময় আড্ডাপ্রিয়। বন্ধু-বান্ধব পেলে সবকিছু ভুলে যান। গ্রামে এলে ভুলে যান তিনি যে বিশ্ব সেরা অলরাউন্ডার। তার নাম-যশ-খ্যাতি সব ভুলে গিয়ে গ্রামের মাটির সঙ্গে মিশে যান। প্রিয় বন্ধুরাও সাকিবের সঙ্গে ছিলেন। খালাতো ভাই সোহাস, বন্ধু নয়ন খানসহ কয়েকজন বন্ধুসহ বেড়াতে বের হন। সাকিব পথে পথে মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কেউ দূর থেকে দৌড়ে সাকিবের কাছে ছুটে এসেছেন। হাত মিলিয়েছেন। ছবি তুলেছেন। আবার কেউ ঘরের দুয়ারে দাঁড়িয়ে দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। কেউ কেউ এসব দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করছিলেন।

দোহারপাড় এলাকায় আমবাগানে ছোট ছোট ছেলেরা ক্রিকেট খেলছিল। সাকিবকে দেখে সেই ছেলেরা ডাক দিয়ে ক্রিকেট খেলতে বলেন। ব্যস। ওমনি বাগানে খেলতে নেমে পড়েন। পাঞ্জাবি পাজামা এবং স্যান্ডেল পরা অবস্থায় এক বাচ্চার হাত থেকে ব্যাট নিয়ে বললেন,‘বল করো।’ খুশি মনে সেই ছেলেরা কে কার আগে বল করবে, তা নিয়ে হুড়োহুড়ি লেগে গেল। ঈদের দিনটায় এভাবে সাকিব তার পুরো গ্রামে আনন্দে ভরিয়ে দিলেন। বিদায় দিয়ে সাকিবকে আবার আসার আমন্ত্রণ জানিয়ে দিল। আবার এসো সাকিব।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top