লঙ্কান প্রিমিয়ার লিগে আগ্রহের শীর্ষে সাকিব


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৩ ২২:৪৯

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০২:০৯

 

লঙ্কান প্রিমিয়ার লিগে আগ্রহের শীর্ষে সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারে চোখ পাঁচ ফ্র‍্যাঞ্চাইজির সবগুলোর। তাদের ওয়েবসাইটেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মি. সেভেন্টি ফাইভের নাম। তাছাড়া তারা ড্রাফটে রেখেছে লিটন দাস ও আফিফ হোসেনকেও৷

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের পর্দা উঠবে আগামী ৩০ জুলাই। এর আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। আর ড্রাফটে নাম লেখানো যাবে আগামী ১৫ মে পর্যন্ত৷ তবে ইতোমধ্যেই সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব নাম লিখিয়েছেন প্লেয়ার্স ড্রাফটে।

বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডসহ ৮ দেশের ২৪জন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে এলপিএলের ওয়েবসাইটে। যে তালিকায় আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোরা।

আছেন ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিয়েল মিচেল, ডগ ব্রেসওয়েল ও জেরার্ড ইরাসমাসের নামও৷

নিয়মানুযায়ী প্রতিটি দলে ছয়জন করে বিদেশী ক্রিকেটার দলভুক্ত করা যাবে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top