কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার পেলেন রোনালদো


প্রকাশিত:
১৩ মে ২০২৩ ১৮:৩০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:০৪

 

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ এবং মাঠের বাইরে সবসময় থাকেন আলোচনার শীর্ষে। এবার ঘড়ির কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হলেন সিআরসেভেন। কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার পেয়েছেন রোনালদো।

গোল ডটকম এক প্রতিবেদনে জানা যায়, হীরায় মোড়ানো এক ঘড়ি উপহার পেয়েছেন রোনালদো। যার মূল্য ৯২ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২৪ লাখ টাকা। রোনালদোকে ঘড়িটি উপহার দিয়েছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক ও জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। সবুজ রঙের এই ঘড়িটিতে রয়েছে ২৬টি হীরা।

ঘড়ির সামনে রোনালদোর উদযাপনের ছবিসহ স্বাক্ষরের পাশাপাশি সোনার রঙে ইংরেজিতে লিখে রাখা হয়েছে সিআরসেভেন। এমন উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত রোনালদো। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top