এশিয়া কাপ নিয়ে এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি


প্রকাশিত:
৩০ মে ২০২৩ ২২:১৫

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:০৯

 

ভারতের মাটিতে আগামী অক্টোবর মাসে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে এ টুর্নামেন্টটি নিয়ে যেন নাটকীয়তা শেষই হচ্ছে না। আর তার কারণ হচ্ছে পাকিস্তানের মাটিতে এবার আয়োজন হওয়ার কথা এশিয়া কাপের এবারের আসরটি। আর সেখানে খেলতে যাবে না বলে জানিয়েছে ভারত।

কিন্তু কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন ‘হাইব্রিড মডেলে’ রাজি হয়েছে ভারত। পরে জানা যায়, এ প্রস্তাবও ভারতের পক্ষ থেকে নাকচ করা হয়েছে। এদিকে ভারত বাদে কারোই ঐ প্রস্তাবে আপত্তি ছিল না। তবে এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ এখন অপেক্ষা করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তের।

পিসিবির প্রস্তাবিত নতুন ‘হাইব্রিড মডেল’ নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে কোন মডেলে হতে যাচ্ছে—হাইব্রিড অথবা অন্যকিছু। সেই সিদ্ধান্ত অনুযায়ী যে মডেলই হোক আমরা খেলতে আগ্রহী।’

এদিকে এশিয়া কাপ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে, এশিয়া কাপ পাকিস্তানের বদলে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে হোক, এমনটাই চায় ভারত। অর্থাৎ পিসিবির হাইব্রিড মডেল গ্রহণ করেনি তারা। পিসিবির পক্ষ থেকে এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাবেও রাজি নয় পাকিস্তান।

গত রোববার (২৮ মে) এ বিষয়টি নিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বোর্ড প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু সেই বৈঠকে বিসিবির কোনো প্রতিনিধি যোগ দেননি। বৈঠকের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বোর্ডের এক সদস্য এ গণমাধ্যমকে জানায়, ‘শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তান পিসিবিকে বলেছে, তাদের পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি নেই। কিন্তু হাইব্রিড মডেলে আগ্রহী নয় ভারত।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top