মেসির ১২ বছর পর যে কাঙ্ক্ষিত গোলটি করলেন দিবালা
প্রকাশিত:
১ জুন ২০২৩ ২১:৫১
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ০১:১৪

রোমাকে হারিয়ে ইউরোপা লিগে নিজেদের সপ্তম শিরোপা জিতে নিয়েছে সেভিয়া। হাঙ্গেরির বুদাপেস্টে টুর্নামেন্টের ফাইনালে তারা জিতেছে টাইব্রেকারে ৪-১ গোলে। রোমার হয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। চোটের কারণে তার খেলারই কথা ছিল না।
তবু ফাইনাল বিবেচনায় তাকে মাঠে নামিয়েছিলেন রোমা কোচ হোসে মরিনহো।
ম্যাচের ৩৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে দিবালার গোলেই এগিয়ে গিয়েছিল রোমা। সেভিয়ার ইভান রাকিতিচের থেকে বল ছিনিয়ে মানচিনি দারুণ পাস দেন দিবালাকে। দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
যদিও এ উচ্ছ্বাস পরে আর স্থায়ী হয়নি। মূল সময় ১-১ গোলে সমতা থাকার পর অতিরিক্ত সময়েও একই অবস্থা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-১ গোলের জয় তুলে নেন সেভিয়া।
দল রানার্সআপ হলেও দিবালা নাম লিখিয়েছেন তার স্বদেশি সুপারস্টার লিওনেল মেসির পাশে। ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন মেসি। সেই ফাইনালে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের সেই ফাইনালের পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ফাইনালে আর কোনো আর্জেন্টাইন ফুটবলার গোল করতে পারেননি। ১২ বছর পর সেই কাজটাই করে দেখালেন দিবালা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: