বিশাল জয়ে সিরিজ জিতলো শ্রীলঙ্কা


প্রকাশিত:
৮ জুন ২০২৩ ২০:৪০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:১৫

 

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। আফগানদের বিপক্ষে ২০৪ বলে হাতে রেখে ৯ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছিলো আফগানরা। পরেরটি ১৩২ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে সমতা আনে লঙ্কানরা।

বুধবার (৭ জুন) হাম্বানটোটায় সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে আফগানিস্তান। শ্রীলঙ্কার দুই পেসার চামিরা ও কুমারার বোলিং তোপে ৭৭ রানে ৬ উইকেট হারায় আফগানরা। আফগানদের আউট হওয়া ব্যাটারদের মধ্যে মোহাম্মদ নবি ২৩, ইব্রাহিম জাদরান ২২ রান করেন।

শুরুতেই খাদের কিনারায় পড়ে যাওয়া আফগানিস্তানকে পরের দিকে ঘুরে দাঁড়াতে দেননি স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। আফগান ইনিংসের শেষ দিকে ৩ উইকেট শিকার করেন তিনি। এতে ২২ ওভার ২ বলে ১১৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। শ্রীলঙ্কার ৪টি, হাসারাঙ্গা ৩টি ও কুমারা নেন ২টি উইকেট।

১১৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ বলে ৮৪ রান তুলে শ্রীলঙ্কার জয়ের ভীত গড়ে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৩৪ বলে ৫১ রান করে আউট হন নিশাঙ্কা।

নিশাঙ্কা ফেরার পর তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে নিয়ে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২০৪ বল বাকী থাকতেই দলের জয় নিশ্চিত করেন করুনারত্নে। ৪৫ বলে ৫৬ রান তুলে অপরাজিত থাকেন করুনারত্নে। ১১ রানে অপরাজিত থাকেন কুশল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top