পিচ এমন হলে আমার অ্যাশেজ শেষ : অ্যান্ডারসন
প্রকাশিত:
২৪ জুন ২০২৩ ১৮:৩২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৩৩

অ্যাশেজর প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট নিয়ে এমনিতেই ব্যাপক সমালোচনা হচ্ছে। মাইকেল ভন থেকে জিওফ্রে বয়কটের মতো সাবেক তারকারা সমালোচনায় মেতেছেন। এবার অ্যাশেজের পিচ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। সিরিজের বাকি ম্যাচগুলোর উইকেট এমন হলে তার অ্যাশেজ শেষ বলে মন্তব্য করেছেন এই পেস গ্রেট।
অ্যাশেজ শুরুর আগে কিউরেটরদের গতিময় এবং ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করতে বলেছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু বাস্তবে এজবাস্টন টেস্টের উইকেট ছিল নিষ্প্রাণ। এতে পেসারদের জন্য কোনো সহায়তা ছিল না। তাই চেনা মাঠে বল হাতে জ্বলে উঠতে পারেননি অ্যান্ডারসন।
তার পেস সঙ্গী স্টুয়ার্ট ব্রডও এই পিচের সমালোচনা করেছেন। তার মতে, এজবাস্টনের পিচ ছিল ‘প্রাণহীন’।
এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ১০৯ রান দিয়ে মাত্র ১ উইকেট পাওয়া অ্যান্ডারসন ‘ডেইলি টেলিগ্রাফে’ নিজের কলামে লিখেছেন, ‘সব পিচ যদি এমন হয় তাহলে আমার অ্যাশেজ সিরিজ শেষ। ওই পিচটি আমাকে দুর্বল করে দিয়েছে।
সেখানে তেমন কোনো সুইং পাওয়া যায়নি। রিভার্স সুইং, সিম মুভমেন্ট, বাউন্স, পেস কিছুই ছিল না।’
৬৮৬ টেস্ট উইকেটের মালিক অ্যান্ডারসন আরও লিখেছেন, ‘কয়েক বছর ধরে নিজের দক্ষতাকে বাড়িয়ে যাচ্ছি যেন যে কোনো কন্ডিশনে বল করতে পারি। কিন্তু এখানে যেভাবেই চেষ্টা করি না কেন, কোনো পার্থক্য দেখা যায়নি। মনে হচ্ছিল, আমি কঠিন একটি লড়াই করছি।
নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। জানি, দলকে আরও দেওয়ার আছে। আমি লর্ডসে সেটা পূরণ করতে চাই।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: