আর্জেন্টিনা থেকে বাংলাদেশি সমর্থকদের ঈদের শুভেচ্ছা
প্রকাশিত:
৩০ জুন ২০২৩ ২৩:১৪
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:৫৩

কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের উন্মাদনার খবর ছড়িয়েছিল বিশ্বব্যাপী। আর্জেন্টিনাও পদে পদে প্রতিদান দিয়েছে ভক্তদের। এবার দেশটির প্রফেশনাল ফুটবল লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে মেসির হাতে বাংলাদেশের পতাকা এডিট করা ছবিসহ ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে।
তাদের ফেসবুক পেজে দেখা গেছে গোলের পর উদযাপনের জন্য ছুটছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। তার হাতে এডিট করে বসানো বাংলাদেশের পতাকা। ক্যাপশনে লেখা, আর্জেন্টিনার প্রফেশনাল ফুটবল লীগের পক্ষ থেকে বাংলাদেশি বন্ধুদের ঈদের শুভেচ্ছা। তোমাদের জানাই ঈদ মোবারক।
এর আগেও ছবিটি তাদের পেইজ থেকে পোস্ট করা হয়েছিল। মূলত কাতার বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা দেখে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই পোস্টটি করা হয়েছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: