‘তামিম এখনো বিসিবিতে পদত্যাগপত্র জমা দেননি’


প্রকাশিত:
৭ জুলাই ২০২৩ ১৮:২৮

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:১৯

 

দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান তিনি। তামিমের এমন আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের সব ভক্ত-সমর্থকের মনে দাগ কেটে গেছে।

তামিমের অবসর ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার মধ্যরাতে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আনুমানিক রাত ১২টা নাগাদ সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘আজকে বসার পেছনে কারণ একটা। হঠাৎ করে তামিম মিডিয়াতে বলেছেন অবসর নিয়েছেন। এটা আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত। তার সঙ্গে আমার সবসময় যোগাযোগ আছে। যেহেতু তিনি ওয়ানডে অধিনায়ক, তিন দিন আগেও কথা হয়েছে স্কোয়াড নিয়ে। কালকেও তার সঙ্গে কথা বলেছি।’

তামিমকে আবারও দলে ফেরানোর জন্য যোগাযোগ শুরু করেছেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এর পর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তামিম শুধু সংবাদ সম্মেলন ডেকে নিজের অবসরের কথা জানিয়েছেন। তবে বোর্ডের নিয়মানুযায়ী, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র বোর্ডে জমা দেননি এমনটি দাবি করেছেন পাপন। অবশ্য তামিম যদি অবসর ভেঙে ফেরেন খুশিই হবেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, আমাদের প্ল্যান হচ্ছে— আমরা চাইছি সে সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। সে আমাদের কাছে এখনো পদত্যাগ করেনি। তামিম এখনো গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার আমাদের তাকে ওয়ানডে দলে। যদি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তা হলে আমি খুশি হব। আমরা সেটার জন্য অপেক্ষা করব।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top