তামিম ফিরে আসায় সতীর্থদের স্বস্তি


প্রকাশিত:
৮ জুলাই ২০২৩ ১৯:১৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:১০

 

২৮ ঘণ্টা অবসরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। তবে সহসাই ক্রিকেটে ফিরছেন না বাঁহাতি এই ব্যাটার। দেড় মাস ছুটি কাটিয়ে এশিয়া কাপের মধ্য দিয়ে দলে ফিরবেন তিনি।

তামিমের ফেরার খবরে স্বস্তি ফিরে এসেছে ক্রীড়াঙ্গনে। সমর্থকদের পাশাপাশি স্বস্তি ফিরেছে সতীর্থদের ভেতরেও।

সাবেক টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে লেখেন, ‘মা শা আল্লাহ। স্বাগতম তামিম।’

মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুকে তামিমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এর চেয়ে ভালো খবর আর হতে পারে না। এটা খুবই খুশির খবর যে আবারও একসাথে আমরা মাঠে খেলবো। ইন শা আল্লাহ এটা একটি নতুন শুরু এবং আমরা একসাথে অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য আমরা সেরা কিছু নিয়ে আসবো।’

জাতীয় দলের পেসার হাসান মাহমুদ লেখেন, ‘ফের স্বাগতম অধিনায়ক তামিম ইকবাল।’

এর আগে জাতীয় দলের সাবেক দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নিজের ফেসবুকে পেজে লেখেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top