আফগানদের বিপক্ষে সিরিজ জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ১২:৩২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:০৯

ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা। আফগানদের বিপক্ষে সিরিজ জেতায়, বাংলাদেশ দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।
রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে আফগানরা। ডিএলএস পদ্ধতিতে টাইগারদের টার্গেট গিয়ে দাঁড়ায় ১১৯ রান। কারণ ৭.২ ওভারের পর ম্যাচে বৃষ্টি হানা দিলে দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর ৩ ওভার কমিয়ে খেলা ১৭ ওভার নির্ধারণ করা হয়। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ অবশ্য জয় তুলে নেয় ৫ বল হাতে রেখেই।
টাইগারদের এই সিরিজ জয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপসহ ভবিষ্যতে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বাংলাদেশ দল।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতলেও, আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা। প্রথম দুই ম্যাচ হারের পর অবশ্য শেষ ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। তাতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্ট ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: