এমবাপ্পেকে পিএসজির অবিশ্বাস্য প্রস্তাব
প্রকাশিত:
২২ জুলাই ২০২৩ ০০:০০
আপডেট:
২২ জুলাই ২০২৩ ০০:০১

এমবাপ্পেকে ধরে রাখতে কোন কিছুর কমতি রাখছে না ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। তার রিয়ালে যাওয়া ঠেকাতে এবার এক অবিশ্বাস্য প্রস্তাবই দিয়ে বসল তারা। যদি এই প্রস্তাব মেনে নেন এমবাপ্পে, তাহলে হয়তো আর কখনও রিয়াল মাদ্রিদে যাওয়া হবে না তার।
ডিফেন্সা সেন্ট্রাল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে পিএসজি। এই প্রস্তাব মেনে নিলে ৩৪ বছর পর্যন্ত এমবাপ্পে পিএসজিতেই থাকবেন। পিএসজির প্রস্তাবিত এই চুক্তিটা অনেকটা আজীবনের মতোই। কারণ, একজন ফুটবলারের প্রাইম টাইম ধরা হয়ে ৩০ বছর বয়স পর্যন্ত। আর এই প্রস্তাবটি যদি এমবাপ্পে মেনে নেন, তাহলে এটি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় চুক্তি।
গত মৌসুম শেষে একে একে ক্লাব ছেড়েছেন রামোস, মেসিরা। গুঞ্জন আছে নেইমার ও এমবাপ্পেকে নিয়েও। তবে ইউরোপে নিজেদের শক্তিমত্তা বজায় রাখতে এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা করছে পিএসজি। যদিও এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে আর চুক্তি করবেন না তিনি। তবে তাকে ফ্রিতে ছাড়তে নারাজ পিএসজি কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে বিক্রি করে দিতে চায় পিএসজি।
এইসব গুঞ্জনের মধ্যেই পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন এমবাপ্পে। ক্লাব ছাড়ার গুঞ্জনে পানি ঢেলে নিজের ভাই ইথান এমবাপ্পের সঙ্গে বৃহস্পতিবার (২০ জুলাই) অনুশীলন করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
তবে আলোচনা-সমালোচনার মধ্যেও এমবাপ্পেকে যে ধরে রাখতে চাইছে পিএসজি তার বলার অপেক্ষা রাখেনা। কারণ, ইউরোপে রাজত্ব করতে হলে এমবাপ্পেকে দরকার ফরাসি ক্লাবটির। এদিকে মেসি, রামোস ক্লাব ছাড়লেও দারুণ কিছু ফুটবলারদের এরই মধ্যে দলে ভিড়িয়েছে পিএসজি। আগামী মৌসুমে ইউরোপের সর্বোচ্চ ট্রফি চ্যাম্পিয়ন্স লিগ মিশনের জন্য প্রস্তুত হচ্ছে তারা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: