টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল পাপুয়া নিউগিনি
প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩ ০১:৫৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:৩০

আগামী বছর ক্রিকেটের অন্যতম জাঁকজমকপূর্ণ বৈশ্বিক আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র যৌথ ভাবে আয়োজন করবে টুর্নামেন্টটি। আর এতে মূল পর্বে চূড়ান্তভাবে জায়গা নিশ্চিত করেছে পাপুয়া নিউগিনি। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে এমন অর্জন করেছে দেশটি।
পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে অন্যতম ফেবারিট হিসেবেই এবার এসেছিল পাপুয়া নিউগিনি। আজ ফিলিপাইনের বিপক্ষে ঘরের মাঠ পোর্ট মোরসেবির আমিনি পার্কে গে ব্যাট করে ৬ উইকেটে ২২৯ রান তুলেছিল তারা। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৯ রানে করেই শেষ হয় ফিলিপাইনের ইনিংস। ফলে বাছাইপর্বে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল দেশটি। এর আগের ম্যাচ গুলোতেও দাপুটে ক্রিকেট খেলেই জয় তুলে নিয়েছিল তারা।
ফিলিপাইনের বিপক্ষে আজকের ম্যাচে অধিনায়ক আসাদ ভালার ৩৯ বলে ৫৯ এবং চার্লস আমিনির ২৭ বলে ৫৩ রানের ইনিংসের সুবাদে ২২৯ রানের বড় সংগ্রহ পায় পাপুয়া নিউগিনি। জবাবে ব্যাট করতে নেমে ফিলিপাইনের ইনিংস শেষ হয় বিশ ওভারে ১২৯ রান করেই।
বাছাইপর্বেই ফেবারিট দল হিসেবে এবার দুর্দান্ত পারফরম্যান্স করেছে নিউগিনি। এ পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে ১০ পয়েন্ট নিশ্চিত করেছে তারা। ভানুয়াতু এবং ফিলিপাইনের বিপক্ষে দুইবার এবং জাপানের বিপক্ষে একটি ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
এদিকে বাছাইপর্বে পাপুয়া নিউগিনির নিচেই আছে এশিয়ার দেশ জাপান। কাল শেষ ম্যাচে নিউগিনির বিপক্ষে মাঠে নামবে তারা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা জাপানের নিচেই আছে ভানুয়াতু এবং ফিলিপাইন। এ দুই দেশের পয়েন্টই সমান ২ করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: