এবার বার্সা ছাড়ছেন উসমান দেম্বেলে, যাচ্ছেন পিএসজিতে
প্রকাশিত:
২ আগস্ট ২০২৩ ২৩:০৮
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:১৫

বার্সালোনা ছাড়ছেন উসমান দেম্বেলে। কাতালান ক্লাবটির সাথে ছয় বছরের সম্পর্কের ইতি টানছেন তিনি। বিচ্ছেদ ঘটিয়ে পাড়ি দিচ্ছেন নিজ দেশ ফ্রান্সে। পিএসজি থেকে ডাক পেয়েছেন তিনি। যেই ডাকে মৌখিকভাবে সাড়া দিয়েছেন এই তারকা ফুটবলার।
পাঁচ বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন দেম্বেলে। বার্সায় ২৬ বছর বয়সী এই তারকার রিলিজ ক্লজ ছিল পাঁচ কোটি ইউরো। ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছে, এই অর্থ দিতে রাজি হয়েছে পিএসজি। সেই সাথে বছরে দেম্বেলেকে দুই কোটি ইউরো বেতন দিবে বলেও দাবি করছে তারা।
দেম্বেলের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। স্প্যানিশ এক টিভি চ্যানেলকে জাভি বলেন, ‘আমি খুব পরিষ্কার করে বলতে চাই, সে সরাসরিই জানিয়েছে ক্লাব ছাড়তে চায়। বলেছে পিএসজি থেকে তার কাছে প্রস্তাব আছে। সেখান থেকে তারা তাকে ফোন করেছিল। আমাদের এখান থেকে কিছুই করার নেই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
তিনি যোগ করেন, ‘আমার কষ্ট লাগছে। কারণ ভেবেছিলাম আমরা তার দারুণ যত্ন নিয়েছি এবং সে এখানে সুখেই আছে। কিন্তু সে আমাদের বলেছে, তার কাছে প্রস্তাব আছে এবং আমাদের ছেড়ে যেতে চায়। এ জন্য তাকে আজ খেলানো হয়নি।’
উসমান দেম্বেলেকে নিয়ে বড় স্বপ্নই দেখেছিল বার্সালোনা। নেইমারের বিকল্প হিসেবে ২০১৭ সালে তাকে দলে ভিড়িয়েছিল কাতালানরা। তবে দীর্ঘ অর্ধযুগে অবিস্মরণীয় কিছুই করতে পারেননি দেম্বেলে। অধিকাংশ সময় কেঁটেছে চোটে। এই সময়ে ১৮৫ ম্যাচে মাত্র ৪০ গোল করেছেন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: