মিয়ামিতে মেসির সতীর্থ হচ্ছেন না ইনিয়েস্তা
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ২১:৩০
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:২৩

লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা আসার পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। টানা চার ম্যাচ জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিয়ামি। যুক্তরাষ্ট্রের এই দলটিতে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল স্পেন ও বার্সেলোনার আরেক সাবেক ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার। তবে সেই গুঞ্জন সত্যি হচ্ছে না।
২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। তবে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার পর এখনো ক্লাব ফুটবলের খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। ১৮ বছর খেলেছেন বার্সেলোনার হয়ে। এর মাঝে লম্বা একটা সময় তার সতীর্থ ছিলেন লিওনেল মেসি।
দুই তারকাকে আবারো একই দলের হয়ে খেলতে দেখার আশা ছিল ভক্তদের। কিন্তু সেই সম্ভাবনা এড়িয়ে ইনিয়েস্তা সংযুক্ত আরব আমিরাতের ক্লাবে নাম লিখিয়েছেন।
এমিরেটস এফসির সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তির সম্ভাবনা রয়েছে সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডারের। শর্ত অনুযায়ী, চাইলে ইনিয়েস্তা আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতে পারবেন।
১৯ আগস্ট আল ওয়াসলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩-২৪ মৌসুমের প্রো-লিগ অভিযান শুরু করবে ক্লাবটি। এর আগে ২০১৮ সালে বার্সেলোনা ছেড়ে ইনিয়েস্তা জাপানের ভিসেল কোবেতে নাম লেখান। তাদের হয়ে সব মিলিয়ে ১৩৪টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: