রেফারির কড়া সমালোচনা জাভির
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩ ২৩:১২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২২:২৪

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না। রবিবার রাতে গেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। ম্যাচে লাল কার্ড দেখেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচ শেষে রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সা কোচ।
জাভি বলেন, ‘এজন্যই মানুষ আমাদের খেলা দেখতে চায় না। এটাকে কোনোমতেই একটি ম্যাচ বলা যায় না। খেলাগুলোকে যদি লিগের পণ্য ধরি, আর লা লিগা যদি এসব বিক্রি করে, তাহলে এটা সাধারণ কোনো বিষয় নয়। মানুষ কেনো এমন ম্যাচ দেখবে।
এটা লিগের জন্য লজ্জার।’
নিজের লাল কার্ড প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘আমি তাকে (রেফারিকে) বললাম যে, আপনি খুব বেশি ফাউল ধরছেন। এজন্য তিনি আমাকে মাঠ থেকে বের করে দিলেন। আমার লাল কার্ড কোনো ব্যাপার নয়, কঠিন একটি প্রতিপক্ষের সঙ্গে আমরা সবকিছুই চেষ্টা করেছি।
কিন্তু মাত্র এক পয়েন্ট পেয়েছি, যা যথেষ্ট নয়। খুবই হতাশার এটি। আরো হতাশার ব্যাপার যে, সে (রেফারি) ২০ মিনিট অতিরিক্ত খেলিয়েছে। আমরা নিজেদের হাস্যকর হিসেবে উপস্থাপন করছি।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: