কন্যাসন্তানের বাবা হলেন মুশফিক


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৪৬

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:২৪

 

এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। একদিন পরই সুখবর দিলেন। জানালেন, কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

 

আজ সোমবার রাজধানীর একটি হাসপাতালে মুশফিক-মন্ডির দ্বিতীয় সন্তানের জন্ম হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন মুশফিক নিজেই।


নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে নতুন অতিথির কথা জানান। পোস্টে দেখা যায়, মুশফিকের ছেলে শাহরোজ রহিম মায়ানের হাতে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা, ইট’স অ্যা বেবি গার্ল’।

ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ.. সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। এর আগে ২০১৪ সালে জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিজ্ঞ ক্রিকেটার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top