রেকর্ড ভেঙে ক্ষমা চাইলেন স্টোকস
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:১০

অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরেই শীর্ষে উঠেছেন বেন স্টোকস। ওয়ানডেতে ইংলিশদের হয়ে ব্যক্তিগত রানের মালিক এখন এই অলরাউন্ডার। ভেঙে দিয়েছেন জেসন রয়ের রেকর্ড। সতীর্থের রেকর্ড ভেঙে ক্ষমা চেয়েছেন স্টোকস।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৮১ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ৪৮.১ ওভার ব্যাট করে ৩৬৮ রানে অলআউট হয় তারা। জবাবে ১৩ ওভার বাকি থাকতে ১৮৭ রানের গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
ইংলিশদের এই জয়ের মূল নায়কই ছিলেন ৩২ বছর বয়সী স্টোকস। খেলেছেন ১৮২ রানের বিস্ফোরক ইনিংস। তার সামনে অসহায় ছিলেন নিউজিল্যান্ডের বোলাররা।
ইংল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক ছিলেন জেসন রয়। ২০১৯ সালের জানুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০ রান করেছিলেন তিনি।
ব্যক্তিগত সর্বোচ্চ রানে আউট হওয়ার পর সতীর্থের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন এই অলরাউন্ডার। ম্যাচ শেষে তিনি বলেন, 'একটা বিরতির পর দলে ফিরে আসা, এটা সত্যিই দারুণ প্রত্যাবর্তন। এবং দলকে সাহায্য করতে পারাও। তার (জেসন রয়ের) রেকর্ড ভেঙে আমি তার কাছে ক্ষমা চেয়েছি।'
তিনি আরও বলেন, 'আমি অনেক ভালো বোধ করছি, টেস্ট ম্যাচগুলো একটু দীর্ঘ তবে ওয়ানডে অবশ্যই তেমন কোনো চাহিদার নেয়।'
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: