অস্ট্রেলিয়াকে অপেক্ষায় রেখে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:২৯

টানা দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া, ভাবা হচ্ছিল সিরিজ জয় শুধুই সময়ের ব্যাপার। তবে কে জানত বাকি সময়টায় তাদেরকে দুর্বিষহ পরিস্থিতিতে ফেলে দেবে দক্ষিণ আফ্রিকা, ঘুরে দাঁড়াবে আহত বাঘে মতো! ঠিক তাই করেছে, সিরিজটাও নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
প্রথম চার ম্যাচে ২-২ সমতা, শেষ ম্যাচটা হয়ে উঠেছিল তাই অঘোষিত ফাইনাল। সিরিজ নির্ধারণী ম্যাচে রোববার জোহানসবার্গে টসে হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটে ৩১৫ রানে থামে ইনিংস। জবাবে অস্ট্রেলিয়া দুইশোও স্পর্শ করতে পারেনি, ৩৪.১ ওভারে ১৯৩ রানে অলআউট তারা। ১২২ রানের জয় প্রোটিয়াদের।
অবশ্য শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। মাত্র তিন রানে প্রথম উইকেট হারিয়ে বসে তারা। অধিনায়ক বাভুমা ফেরেন ০ রানে। ৩৭ রানের মাথায় ফেরেন ডি কক (২৭)। তিনে নামা ভেন ডুসেন ইনিংস বড় করতে পারেননি, ৩০ রানেই ধরেন সাজঘরের পথ।
আগের ম্যাচে ১৭৪ রানের ইনিংস খেলা হেইরিখ ক্লাসেনও ইনিংস টানতে পারেননি, ফেরেন ৬ রানে। ফলে মাত্র ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। দলের রান তখন ১০৩।
সেখান থেকে এইডেন মার্করাম ও ডেভিড মিলার জুটি ১০৯ বলে যোগ করে ১০৯ রান। দু'জনেই পান ফিফটির দেখা। মার্করামের তো ছিল শতকেরও সুযোগ, ৮৭ বলে ৯৩ রানের ইনিংস খেলেন তিনি৷ মিলার আউট হন ৬৫ বলে ৬৩ রানে।
এরপর মার্কো জানসেনের ঝড়ো ২৩ বলে ৪৭ ও ফিলোকাওয়ের ১৯ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ৩১৫ রান তুলে প্রোটিয়ারা৷ ৩ উইকেট নেন এডাম জাম্পা, জোড়া উইকেট যায় শন এবটের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক মিচেল মার্শ ও ও লাবুশানে বাদে আর কেউ দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার। মার্শ ৫৬ বলে ৭১ ও ৬৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন লাবুশানে। তাছাড়া ২৩ রান আসে শন এবটের ব্যাটে। ৬৯ রানে শেষ ৮ উইকেট হারায় দলটি।
মার্কো জানসেন ৩৯ রানে নেন ৫ উইকেট। ৪ উইকেট ঝুলিতে যায় কেশভ মহারাজের।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: