তানজিম অনুতপ্ত, সতর্ক করল বিসিবি
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:০৪

দুই দিন ধরে আলোচিত ফেসবুক পোস্টের জন্য অনুতপ্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম সাকিব। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় তাকে মনিটরিং করা হচ্ছে বলেও জানানো হয়।
তানজিম সাকিবের ফেসবুক পোস্ট আইসিসির সঙ্গে সাংঘর্ষিকতানজিম সাকিবের ফেসবুক পোস্ট আইসিসির সঙ্গে সাংঘর্ষিক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকরা তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। সেখানে তিনি নিজের ভুল স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেই সঙ্গে ভবিষ্যতে এমন কিছু করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন উদীয়মান এই ক্রিকেটার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: