শ্রীলঙ্কা দলে নেই ২ তারকা ক্রিকেটার


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৫৭

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৯:০১

 

শেষমেশ আশঙ্কাটাই সত্যি হলো। চোটের জন্য এশিয়া কাপে মাঠে নামতে পারেননি শ্রীলঙ্কার সেরা অল-রাউন্ডার। এবার বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা। ওই দলে নাম নেই হাসারাঙ্গার, যিনি কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে শ্রীলঙ্কাকে বিশ্বকাপের টিকিট এনে দেন।

ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সব থেকে বেশি ২২টি উইকেট সংগ্রহ করেন হাসারাঙ্গা। তিনি গত লঙ্কা প্রিমিয়র লিগেও দুর্দান্ত ছন্দে ছিলেন। টুর্নামেন্টে সবথেকে বেশি রান ও সব থেকে বেশি উইকেট সংগ্রহ করেন ওয়ানিন্দুই। সেরা ছন্দের হাসারাঙ্গা ছিটকে যাওয়ায় বিশ্বকাপে শ্রীলঙ্কার শক্তি অনেকটাই কমল সন্দেহ নেই। যদিও ওয়ানিন্দুকে ছাড়াই ঘরের মাঠে এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেয় শ্রীলঙ্কা। ফাইনালে ভারতের কাছে ভরাডুবির আগে পর্যন্ত অত্যন্ত লড়াকু মানসিকতা দেখান দাসুন শানাকারা।

একা হাসারাঙ্গাকেই নয়, শ্রীলঙ্কা বিশ্বকাপে পাচ্ছে না আরো এক তারকা ক্রিকেটার দুষ্মন্ত চামিরাকেও। সুতরাং, বলাই যায় যে, বিশ্বকাপের জন্য পূর্ণ শক্তির দল হাতে পেল না শ্রীলঙ্কা। বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রের নেতৃত্বের ব্যাটন হাতে পেয়েছেন দাসুন শানাকা।

প্রত্যাশা মতোই এশিয়া কাপের মূল স্কোয়াডটাকে বিশ্বকাপের জন্য ধরে রাখে শ্রীলঙ্কা। খুব বেশি রদবদল চোখে পড়েনি। শুধু স্কোয়াডে ঢুকেছেন দিলশান মদুশঙ্কা ও লাহিরু কুমারা। বাদ পড়েছেন প্রমোদ মদুশান ও বিনুরা ফার্নান্ডো। চামিকা করুণারত্নেকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ভারতে নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ জনের স্কোয়াড
কুশল পেরেরা, পাথুম নিশঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (ভাইস ক্যাপ্টেন), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকসানা, মাথিসা পথিরানা, লাহিরু কুমারা, কাসুন রজিথা ও দিলশান মদুশঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্য হাসারাঙ্গার বিশ্বকাপ খেলার সম্ভাবনা জিইয়ে রাখা হয়েছে। বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পুরোপুরি ফিট হয়ে ওঠেননি বলেই ওয়ানিন্দুর নাম ১৫ জনের স্কোয়াডে রাখা হয়নি। যদি তিনি ফিট হয়ে ওঠেন, তাহলে টুর্নামেন্ট চলাকালীন কেউ চোট পেয়ে বসলে তার বদলি হিসেবে স্কোয়াডে ঢুকে পড়তে পারেন হাসারাঙ্গা। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে রদবদলের সুযোগ থাকছে দলগুলোর কাছে। এটা কার্যত স্পষ্ট যে ওই সময়ের মধ্যে হাসারাঙ্গার ফিট হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই।
সূত্র : হিন্দুস্তান টাইমস

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top