চলে গেলেন বিষেণ সিং বেদি
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৩ ১৮:০৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৩

ভারতের সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি মারা গেছেন। আজ (সোমবার) তাঁর মৃত্যুর খবর জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ও ক্রিকেট বিষয় সংবাদমাধ্যম ক্রিকইনফো।
ভারতীয় ক্রিকেট শুধু নয়, বিশ্বক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। ৭৭ বছর বয়সে আজ চলে গেলেন বিষেণ সিং।
কিংবদন্তি এই ক্রিকেটারকে গত দুই বছরে বেশ কয়েকটি অস্ত্রোপচার করতে হয়েছিল। গত মাসেও একটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।
১৯৬০-৭০ সময়ে ভারতের বিখ্যাত ‘স্পিন কোয়ার্টেট’-এর সদস্য ছিলেন বিষেণ সিং। এরাপল্লি প্রসন্ন, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন, ভগবত চন্দ্রশেখরের সঙ্গে বেদি ছিলেন প্রতিপক্ষের হুমকি।
বিষেণ সিং ২৫ সেপ্টেম্বর ১৯৪৬ সালে ভারতের অমৃতসরে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৭১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেছিলেন বিষেণ সিং। অবসর নেওয়ার সময় ২৬৬টি উইকেট নিয়ে টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।
অবসরের পর অসংখ্য স্পিন বোলারের পরামর্শদাতা হিসেবে কাজ করেন এবং ভারতের তরুণ ক্রিকেট প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিষেণ সিং।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: