পাঁচ-ছয়ের মধ্যে শেষ করতে চাই : সাকিব


প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৩ ১৩:৪৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩০


পাঁচ ম্যাচে মাত্র এক জয়। পয়েন্ট টেবিলের একেবারে তালানিতে অবস্থান বাংলাদেশের। লিগ পর্বের বাকি আর ৪ ম্যাচ। কাগজ-কলমে সেমিফাইনালের স্বপ্ন শেষ না হলেও বাস্তবতা আর বাংলাদেশ দলের পড়তি ফর্ম বলছে, এই সম্ভাবনা একেবারে নেই।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর অধিনায়ক সাকিব আল হাসানও সেমিফাইনালের আশা বাদ দিয়েছেন। এবার পাঁচ-ছয়ে থেকে শেষ করতে চায় বাংলাদেশ।
কাল প্রোটিয়াদের বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরে সাকিব বলেন, ‘সেমিফাইনালে না যেতে পারলেও আমরা ৫-৬ এর মধ্যে থেকে শেষ করতে চাই। আমরা এখনো এটি করতে পারব।


আমি আশাবাদী, আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।’
ভারত বিশ্বকাপে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না বাংলাদেশ দলের। সবচেয়ে বেশি ভোগাচ্ছে ব্যাটারদের ব্যর্থতা। টপ অর্ডার, মিডল অর্ডার কোনো ব্যাটারই থিতু হয়ে বড় ইনিংস খেলতে পারছেন না।


লিটন দাস এক ইনিংসে রান পেলেও ধারাবাহিকতা নেই। শেষ দিকে যা একটু রান করছেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ।
অভিজ্ঞ দুই ব্যাটারকে আরেকটু ওপরে তুলে এনে খেলানো যায় কি না সেটি নিয়ে আলোচনা হচ্ছে বলে সাকিব জানিয়েছেন, ‘অনেক আলোচনা হয়েছে যে মাহমুদউল্লাহ এবং মুশফিক ওপরে ব্যাট করতে পারে কি না। ওপরের পাঁচ ব্যাটারকে আরো রান করতে হবে, তাহলে হয়তো আমরা আরো ভালো কিছু আশা করতে পারি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top