ডাচদের হারিয়ে অজিরা নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলো


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৩ ১০:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৪৪

 


বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়ে অঘটনের জন্ম দিয়েছিল নেদারল্যান্ডস। তবে বিশ্বকাপের ২৪তম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে রেকর্ড রানে হারতে হয়েছে ডাচদের। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা পেতে হয়েছে তাদের। অজিদের কাছে নেদারল্যান্ডস হেরেছে ৩০৯ রানে।


বিশ্বকাপ ইতিহাসে এর আগে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল ২৭৫ রানের। সেই রেকর্ডটিও করেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানকে এত বড় ব্যবধানে হারিয়েছিল অজিরা।


বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডস ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ম্যাচের প্রথম অংশেই। আজ নেদারল্যান্ডসকে রানের পাহাড়ে চাপা দিয়েছে অস্ট্রেলিয়া, ছুড়ে দিয়েছিল ৪০০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পার স্পিনে কুপোকাত হয়ে যায় ডাচরা। জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে একাই নিয়েছেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার মিচেল মার্শের।

ফলে ২১ ওভারে ৯০ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।


এর আগে এই বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে নেমে বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়াও পেলো ৮ উইকেটে ৩৯৯ রানের পুঁজি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top