হেডের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৩ ১৬:৪১

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:৪৩


বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৮৯ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার (২৮ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। প্রথমে ব্যাট করে ৩৮৮ রানে অলআউট হয় অজিরা।


টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে নিউজিল্যান্ড বোলারদের উপর চড়াও হয় অস্ট্রেলিয়ার দুই ওপেনার। মারমুখি ব্যাটিংয়ে ১৭৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১৭৫ রানে ৬৫ বলে ৮১ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার।


এরপর ক্রিজে আসা মিচেল মার্শকে নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন ট্র্যাভিস হেড। দলীয় ২০০ রানে ৬৭ বলে ১০৯ রান করে আউট হন হেড।

এরপর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ। তাকে নিয়ে ২৮ রানের গড়েন মিচেল মার্শ। দলীয় ২২৮ রানে ১৭ বলে ১৮ রান করে আউট হন স্টিভেন স্মিথ। এরপর ক্রিজে আসা মার্নাস লেবুশানেকে নিয়ে বড় জুটি গড়ার আভাস দেন মিচেল মার্শ। তবে দলীয় ২৬৪ রানে ৫১ বলে ৩৬ রান করে আউট হন মার্শ।

এরপর দ্রুত ফিরে যান মার্নাস লেবুশানে। ২৬ বলে ১৮ রান করেন তিনি। এরপর ক্রিজে আসা জশ ইংলিশকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ৩২৫ রানে ২৪ বলে ৪১ রান করে আউট হন ম্যাক্সওয়েল।

এরপর ক্রিজে আসা অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জশ ইংলিশ। দলীয় ৩৮৭ রানে ২৮ বলে ৩৮ রান করে আউট হন ইংলিশ।

এরপর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ৪৯ ওভার ২ বলে ৩৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস নেন ৩টি করে উইকেট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top